:: কুমিল্লা প্রতিনিধি ::
কুমিল্লার তিতাসে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় ব্যবসায়ীর মা ও ভাই গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিক আসমা লতিফ সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত (২০ ফেব্রুয়ারি) রাতে তিতাস এলাকায়।
এই হামলায় আহত ব্যবসায়ী জানান, মাস্ক পরা একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা করে। তাদের একজন আমার মায়ের গলায় ছুরি ধরে আমার ভাইকে ফোন করতে বলে। আমি তাদের কথা না শুনায় আমাকে কাঠের লাঠি দিয়ে নির্মমভাবে পিঠিয়ে আহত করে। এই ঘটনায় গুরুতর আহত হলে তাদেরকে দ্রুত স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এ ব্যাপারে তিতাস থানায় অজ্ঞাত আক্রমণকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
তিতাস থানার ওসি মোঃ শহীদ উল্ল্যাহ বলেন, হামলায় অজ্ঞাত আক্রমণকারীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমার এলাকার সিসি টিভি পর্যবেক্ষণ করে আমামিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।