ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ফরিদপুরে দৈনিক বাংলা৭১ পত্রিকার সম্পাদক প্রবীর শিকদার (৬০) সহ দু’জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অপর আসামি করা হয়েছে টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যশোদা জীবন দেবনাথকে (৫০)।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১ নং আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলাটি করেন ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামীম হোসেন নামের এক ব্যক্তি।
একইদিন রাত ৮ টার দিকে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. বিশ্বজিৎ গাঙ্গুলি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বজিৎ গাঙ্গুলি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ, অবমাননা, সমাজে শৃঙ্খলা ভঙ্গের উদ্দেশ্যে জনসাধারণের মধ্যে উস্কানি সৃষ্টির দায়ে এ মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৯ এপ্রিল আসামীদের বিরুদ্ধে সমন জারি করেছে।’
মামলায় উল্লেখ করা হয়- ‘আসামীগণ ইসলাম ধর্ম বিদ্বেষী। তারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টির করে নিজ স্বার্থ হাসিলে সমাজে অশান্তি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা প্রকার লেখা লিখে থাকেন। কিছুদিন আগে ‘Probir Sikdar’ নামক ফেসবুক আইডিতে লেখেন, ‘আমি যখন আপনার আজানের ধ্বনিতে বিরক্ত হই। তখন আমি নিজেই নিজেকে আবিষ্কার করি একজন মনোবিকারের জটিল রোগী হিসেবে।’ অর্থাৎ তিনি সুমধুর আজানের ধ্বনিতে বিরক্ত হন। যাহা ইসলাম ধর্মের প্রতি চরম অবমাননাকর বটে।’