মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ । ১৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শোকাবহ আগস্ট : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করবে আওয়ামীলীগ

অনলাইন ডেস্ক »

নিউজটি শেয়ার করুন

শোকের মাসের প্রথম প্রহরে গতকাল শনিবার রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল বের করে স্বেচ্ছাসেবক লীগ। একই কর্মসূচি পালন করে ছাত্রলীগও। আজ রোববার যুবলীগের পক্ষ থেকে মাসব্যাপী কোরআন খতম শুরু হবে। এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও কেন্দ্রীয় শহীদ মিনারে দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হবে। কৃষক লীগের উদ্যোগে আজ ধনামন্ডির বঙ্গবন্ধু ভবনে রক্তদান কর্মসূচি শুরু করা হবে।

মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনও পৃথক কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, রক্তদান কর্মসূচি, কোরআনখানি, দোয়া, দুস্থদের মধ্যে খাবার ও করোনার সুরক্ষাসামগ্রী বিতরণ। এ ছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় শোকাবহ আগস্ট পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বঙ্গবন্ধুর জন্মস্থান ও সমাধিস্থল টুঙ্গিপাড়াতেও আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »