সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ । ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরার পুলিশ সুপারের সাথে ড. কাজী এরতেজা হাসানের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক »

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতার সম্পাদক ও এফবিসিসিআই এর পরিচালক ড. কাজী এরতেজা হাসান সিআইপি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের বাসভবনে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎ কালে ড. কাজী এরতেজা হাসান পুলিশ সুপারের অতীত কর্মকান্ড ও অসীম সাহসিকতার প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে সাতক্ষীরা জেলায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত হবে বলে জেলাবাসী আশা করে। তিনি আসন্ন নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশের কর্ম পরিকল্পনার প্রশংসা করেন।

এসময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, কোনো ক্রমেই সাতক্ষীরা জেলায় কেউ নাশকতা সৃষ্টি করতে পারবে না। সাম্প্রদায়িক উস্কানি দাতারাও রেহাই পাবে না।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর যুব লীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু, দৈনিক ভোরের পাতা ও ঢাকা মেইল এর সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ প্রমুখ।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »