বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমআরইউ) উপাচার্য অধ্যাপক ড. শরফুদ্দিন আহমেদ রোটারিয়ানদেরকে দেশের দুস্থ মানুষের স্বাস্থ্য সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি ডেঙ্গু নির্মূলের স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, জরুরী ভিত্তিতে ডেঙ্গু সমস্যার সমাধান করতে হবে।
শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় ঢাকায় রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রোটারি গভর্নর আশরাফুজ্জামান নান্নু, অ্যাডভোকেট এলিনা খান, রোটারির সাবেক গভর্নর গোলাম মুস্তাফা, ক্লাবের সভাপতি রঞ্জিত কুমার নাথ, বিদায়ী সভাপতি খোন্দকার ওমর ফারুক, ইভেন্ট চেয়ার রাকিব সরদার প্রমুখ।
রোটারি গভর্নর আশরাফুজ্জামান নান্নু বলেন, চলতি অর্থ বছর রোটারি বাংলাদেশে যে কোন দৈব দুর্বিপাকে অতীতের মতো রোটারি ভবিষ্যতেও কার্যকর ভূমিকা পালন করবে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ও স্যানিটেশন খাতে ব্যাপক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করবে।