চট্টগ্রামের কোতোয়ালী থানার বাবু শ্যামল বড়ুয়ার ছেলে পার্থ বড়ুয়া দুর্বৃত্তদ্বারা হামলার শিকার হয়েছেন।
গতকাল ১৫ জুলাই দুপুরে এলাকার এক বিয়ে বাড়িতে যান পার্থ বড়ুয়া। সেখান থেকে ফেরার পথেই একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষজন এ হামলা করে বলে জানা যায়। তিনি ইসলামের নামে দুর্বৃত্তপণার বিরুদ্ধে অবস্থান নেন এবং বৌদ্ধের সুরক্ষা ও অধিকার বাস্তবায়নে সক্রীয় ছিলেন।
মাঠ পর্যায়ে গিয়ে জানা যায়, বাবু শ্যামল বড়ুয়ার একজন বৌদ্ধ ধর্মের অনুসারি এবং এলাকায় তার বিভিন্ন অবদানের জন্য তিনি বাবু নামে পরিচিত। বাবু শ্যামল বড়ুয়া ও পপি বড়ুয়ার একমাত্র ছেলে, পার্থ বড়ুয়া।
স্থানীয়রা জানান, পার্থ বড়ুয়া বিভিন্ন সোস্যাল মিডিয়াতে বৌদ্ধ নির্যাতন নিয়ে আনোয়ার মোল্ল্যা ও তার সমার্থক গোষ্ঠীর বিরুদ্ধে লেখালিখি করতেন। সাথে সাথে তিনি বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতির সাথেও জড়িতছিলেন।
পার্থর বন্ধু অভি জানান, পার্থর ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক কারণ দেখিয়ে পার্থকে এ হামলা করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্রদিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গা আঘাত করে। এতে সে রাস্তায় লুটিয়ে পড়ে। তাকে মৃত ভেবে ফেলে রেখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে।পথচারিরা তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আবারো তাকে হত্যা করার জন্য দুর্বৃত্তরা জড়ো হতে থাকলে ডাক্তার তাকে দ্রুত ডিসচার্জ করে গোপন স্থানে সরিয়ে নিতে সাহায্য করেন।
পার্থর বাবা শ্যামল বড়ুয়া বলেন, আমরা বৌদ্ধ হওয়ার কারণে আমার ছেলে পার্থ বড়ুয়ার সোস্যাল মিডিয়াতে প্রতিবাদ করার কারণে আগেও আমার পরিবার স্থানীয় প্রভাবশালী আনোয়ার মোল্যা ও তার লোকদের দ্বারা নিপীড়ণের শিকার হয়।
কোতোয়ালি থানায় যোগাযোগ করলে কর্তব্যরত পুলিশ এ ব্যাপারে কোন অভিযোগ পাননি বলে জানান।