রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ । ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রমজান মাসের আমল গুলো আমরা যেন ছেড়ে না দেই!

সৈয়দ ওয়াসিফ ইসলাম »

নিউজটি শেয়ার করুন

রমজান আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু রমজানে যেসব আমল করার অভ্যাস করেছিলাম, এখন আমরা সেগুলো ছেড়ে না দেই!

রমজানে, আমরা প্রতিদিন রোজা রেখেছি, এখনও কমপক্ষে প্রতি সোমবার ও বৃহস্পতিবার এবং আইয়াম-ই-বিজ-এর রোজাগুলো রাখার চেষ্টা করি। রমজানে আমরা দীর্ঘ সময় মসজিদে কাটিয়েছি। এখনও প্রতিদিন কমপক্ষে আড়াই ঘন্টা থেকে আট ঘন্টা সময় আমাল-ই-দাওয়াতে দেবার চেষ্টা করি।
রমজানে, আমরা প্রতিদিন কুরআন তিলাওয়াত করেছি:
এখনও, প্রতিদিন কিছু সময় তিলাওয়াতে মশগুল থাকার চেষ্টা করি।
রমজানে, আমরা দান করেছি:
এখনও, দিল খুলে এই অভ্যাস চালু রাখি।
রমজানে, আমরা নিয়মিত তাহাজ্জুদে দাঁড়িয়েছি:
এখনও, কোনো রাতে তাহাজ্জুদ যেনো বাদ না দেই।
রমজানে, আমরা আল্লাহর কাছে দীর্ঘ সময় নিয়ে দু’আ করেছি:
এখনও, ইহকাল ও পরকালের ভালাইয়ের জন্য দু’আ করতে থাকি।
রমজানে, আমরা আল্লাহর জিকির করেছি:
এখনও, বেশি থেকে বেশি জিকিরে (ইস্তিগফার, দুরুদ, তাসবিহাত ইত্যাদি) মশগুল থাকি।
রমজানে, আমরা ইতিকাফ করেছি:
এখনও, যখনই মসজিদে ঢুকি, নফল ইতিকাফের নিয়্যত করি।
রমজানে, আমরা শয়তানের হাত থেকে বেচে থাকার চেষ্টা করেছি:
এখনও, শয়তান থেকে দূরে থাকার (চিন্তাধারা, কথা ও আ’মালে) জন্য আল্লাহর সাহায্য চাই।
রমজানে, আমরা অনেকেই আল্লাহর রাস্তায় সফর করেছি:
এখনও, খুরুজে বের হবার এই মহতী অভ্যাসটি চালু রাখি।

আল্লাহপাক বরকতময় রমজান মাসের আমলের মেজাজ নিয়ে চলার তাওফিক আমাদের সবাইকে বেশুমার দান করুন।

আমিন, ইয়া রাব্বুল আল-আমিন।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »